thereport24.com
ঢাকা, সোমবার, ১০ ফেব্রুয়ারি 25, ২৮ মাঘ ১৪৩১,  ১১ শাবান 1446

কর দিলেন প্রধানমন্ত্রী

২০১৯ নভেম্বর ১৪ ১৭:২৫:৫৩
কর দিলেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: আয়কর মেলার প্রথমদিনেই আয়কর রিটার্ন দাখিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে শেখ হাসিনার পক্ষে তার এক আইনজীবী এই আয়কর দেন।

প্রধানমন্ত্রী কত টাকা কর দিয়েছেন তা জানা যায় নি। কারণ আইন অনুযায়ী, একজন কতো টাকা কর দিলেন সেই তথ্য প্রকাশ করার সুযোগ নেই। তবে যিনি কর দিয়েছেন তিনি চাইলে সেই তথ্য নিজেই প্রকাশ করতে পারেন।

এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তার প্রতিনিধির মাধ্যমে কর দিয়েছেন। তিনি নিজে উপস্থিত নেই। আইন অনুযায়ী যার কর তিনি নিজে না জানালে তা প্রকাশ করা যায় না।

উল্লেখ্য, ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ স্লোগানে আজ রাজধানীতে অফিসার্স ক্লাবে কর মেলা শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এই মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ১৪,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর