thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

গাজীপুরে তুলার কারখানায় আগুন

২০১৯ নভেম্বর ১৬ ১০:৩২:৩৭
গাজীপুরে তুলার কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের একটি তুলার কারখানায় আগুন লেগেছে। আগুনে ওই কারখানার ঝুট, তুলা ও মেশিন পুড়ে গেছে।

শনিবার ভোর সাড়ে ৬টার দিকে সিটি কর্পোরেশনের পোড়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্র্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, ভোর সাড়ে ৬টার দিকে পোড়াবাড়ী এলাকায় একটি টিনশেড তুলার কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্র্ভিসের একটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে কীভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ১৬,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর