thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

চট্টগ্রামে গ্যাস লাইনে বিস্ফোরণ, নিহত ৭

২০১৯ নভেম্বর ১৭ ১০:০৯:১৪
চট্টগ্রামে গ্যাস লাইনে বিস্ফোরণ, নিহত ৭

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পাথরঘাটায় একটি ভবনে গ্যাস লাইনে বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছে। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়েছেন আরও ৮ জন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে দুজন নারী এবং একজন শিশু রয়েছে। ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। কেউ সেখানে আটকে পড়েছে কিনা সেটা দেখা হচ্ছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানেও কাজ চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সকাল সাড়ে আটটা নাগাদ ভবনটির নীচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে দুটি পরিবার বাস করতো। বিস্ফোরণে ভবনটির দেয়ালও ধসে পড়ে। এতে কয়েকজন পথচারীও হতাহত হয়েছে। হতাহত সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ১৭,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর