thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

আইসিইউতে নুসরাত জাহান

২০১৯ নভেম্বর ১৮ ১৫:০৩:০৭
আইসিইউতে নুসরাত জাহান

দ্য রিপোর্ট ডেস্ক: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন টলিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস’র সংসদ সদস্য নুসরাত জাহান। গতকাল রোববার রাতেই ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালের তাকে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে হাসপাতালের (আইসিইউ) রাখা হয়েছে। খবর জিনিউজ এর।

নুসরাতের পরিবার সূত্রে জানা গেছে, অ্যাজমার কারণেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুসরাত জাহান। চিকিৎসকরা জানিয়েছেন, কোনও ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েন নুসরাত। সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া র কারণেই তার শ্বাসকষ্ট শুরু হয়েছিল।

জানা যায়, কিছুদিন ধরেই অসুস্থতা বোধ করছিলেন নুসরাত। অসুস্থতা নিয়েই সংসদ ও চলচ্চিত্রের কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। রোববার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার সকাল থেকে নুসরাতের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখনও তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানান চিকিৎসকরা।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ১৮,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর