thereport24.com
ঢাকা, বুধবার, ৫ মার্চ 25, ২১ ফাল্গুন ১৪৩১,  ৫ রমজান 1446

ইরানে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিক্ষোভে নিহত ১০৬

২০১৯ নভেম্বর ২০ ১১:৩৭:৩৬
ইরানে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিক্ষোভে নিহত ১০৬

দ্য রিপোর্ট ডেস্ক: ইরানে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে যে বিক্ষোভ চলছে তা কঠোর হাতে নিয়ন্ত্রণের চেষ্টা করছে তেহরান সরকার। বিক্ষোভকারীদের ওপর পরিচালিত সরকারি বাহিনীর অভিযানে ১০৬ নিহত হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

মঙ্গলবার এক বিবৃতিতে অ্যামনেস্টি বলেছে, ‘নির্ভযোগ্য প্রতিবেদনে জানা গেছে, ইরানের ২১টি শহরে পরিচালিত সরকারি বাহিনী অভিযানে কমপক্ষে ১০৬ জন নিহত হয়েছেন।’

তবে নিহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বলে মনে করেছে যুক্তরাজ্যভিত্তিক ওই মানবাধিকার সংস্থাটি। কেননা কোনো কোনো প্রতিবেদনে ২ শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে হাতহতদের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইরান সরকার। আর অ্যামনেস্টির এই বিবৃতি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়াও জানায়নি তেহরান।

শুক্রবার কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ পেট্রলের দাম বাড়ানোয় বিক্ষোভে নামে ইরানের সাধারণ মানুষ। একপর্যায়ে এই বিক্ষোভ সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়লে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২০,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর