thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

আশ্বাসের পরেও চতুর্থ দিনেও নড়াইলে বাস চলাচল বন্ধ

২০১৯ নভেম্বর ২১ ১০:২৯:৪৩
আশ্বাসের পরেও চতুর্থ দিনেও নড়াইলে বাস চলাচল বন্ধ

নড়াইল প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল পরিবহন মালিক-শ্রমিক সমিতির দাবিগুলো মেনে নেয়ার আশ্বাস দেয়ার পর বৃহস্পতিবার চতুর্থ দিনেও নড়াইলের অভ্যন্তরীন সড়কগুলোতে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা।

নড়াইল-যশোর, নড়াইল-লোহাগড়াসহ অভ্যন্তরীণ পাঁচটি রুটে কোনো ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পেহাতে হচ্ছে। এদিকে যাত্রীদের অতিরিক্ত অর্থ ও সময় ব্যায় করতে হচ্ছে গন্তব্যে পৌঁছাতে।

যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেল, ইজিভ্যান অথবা অটো বাইকে করে তাদের দূরদূরান্তে যেতে হচ্ছে। এজন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। সাধারন মানুষ পরিবহনের শ্রমিকদের কাছে জিম্মি হয়ে পড়েছে। এর থেকে পরিত্রানের উপায় নেই আমাদের।

বাংলাদেশ সড়ক পরিবেহন ফেডারেশনের যুগ্ম-সম্পাদক সাদেক আহম্মেদ খান জানান, আমি ঢাকায় অবস্থান করছি। বেলা ১১টার দিকে ফেডারেশনের সভায় সিদ্ধান্ত হবে বাস চলাচলের বিষয়ে।

জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম বলেন, বাস চলাচলের বিষয়ে কেন্দ্রীয়ভাবে আমাদের কাছে কোন সিদ্ধান্ত জানানো হয়নি, সিদ্ধান্ত হলে বাস চলাচল শুরু হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২১,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর