thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

‘তৃণমূলের কর্মীদের লোভ-লালসা নেই, খারাপ আমরা’

২০১৯ নভেম্বর ২৩ ১৪:৪০:৪৪
‘তৃণমূলের কর্মীদের লোভ-লালসা নেই, খারাপ আমরা’

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব হারুনুর রশীদ বলেছেন, তৃণমূলে যেসব কর্মী রাজনীতি করেন, তারা কিছু চায় না। তাদের লোভ লালসা নেই। খারাপ আমাদের মতো কিছু নেতারা। যুবলীগের সপ্তম কংগ্রেসে দেওয়া বিদায়ী ভাষণে আবেগাপ্লুত হয়ে এসব কথা বলেন তিনি।

হারুনুর রশীদ আরও বলেন, আমি নেত্রীর কাছে একটি কথা বলতে চাই, যারা আমাদের সাধারণ কর্মী তারা সবাই ভালো মানুষ। তাদের কোনো লোভ-লালসা নেই। এই সংগঠনের লাখ লাখ তৃণমূলের কর্মীর কোনো লোভ নেই। শুধুমাত্র আপনার নির্দেশ বাস্তবায়নের জন্য তারা রাজনীতি করে। আপনার নির্দেশ বাস্তবায়নের জন্য যুবলীগের প্রত্যেকটা কর্মী সর্বোচ্চ আত্মত্যাগের জন্য সবসময় প্রস্তুত থাকে। সেই কর্মীরা শুধু একটু ভালোবাসা চায়, একটু সম্মান চায়। এর বেশি কিছু তৃণমূলের কর্মীরা চায় না। লোভ লালসা ভর করেছে আমাদের মতো কিছু লোকের ওপর। খারাপ আমরা।

উল্লেখ্য, আজ সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সপ্তম কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কংগ্রেস উদ্বোধন করেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২৩,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর