thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

টেকো আয়ুষ্মানের সেঞ্চুরি

২০১৯ নভেম্বর ২৩ ১৫:৫৯:১৮
টেকো আয়ুষ্মানের সেঞ্চুরি

দ্য রিপোর্ট ডেস্ক: জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা অভিনীত সিনেমা বালা। বক্স অফিসে ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক অর্জন করেছে এই সিনেমা।

প্রথম দিনে ১০.১৫ কোটি রুপি আয় দিয়ে বক্স অফিসে যাত্রা শুরু করে বালা। তৃতীয় সপ্তাহে এসে গতকাল শুক্রবার আরো ১.৩৫ কোটি রুপি যোগ করে। এখন পর্যন্ত ভারতীয় বক্স অফিসে সিনেমাটির মোট আয় ১০০.১৫ কোটি রুপি।

চুল পড়া অর্থাৎ টাক সমস্যার গল্প নিয়ে তৈরি হয়েছে বালা। সিনেমায় আয়ুষ্মানের চরিত্রের নাম গৌরব রাওয়াত ওরফে বালা। এতে দেখা যায়— অল্প বয়সে চুল পড়া সমস্যায় ভুগছেন আয়ুষ্মান। এ নিয়ে প্রতিনিয়ত বিব্রত হতে হচ্ছে তাকে। সমস্যা সমাধানে অনেক কিছুই করছেন। কিন্তু কোনো ফল পাচ্ছেন না। আয়ুষ্মান ছাড়াও এতে ইয়ামি গৌতম ও ভূমি পেডনেকার অভিনয় করেছেন।

ভিকি ডোনার সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন আয়ুষ্মান খুরানা। তার সর্বশেষ ছয়টি সিনেমা— বেরেলি কি বারফি, শুভ মঙ্গল সাবধান, আন্ধাধুন, বাধাই হো, আর্টিকেল ফিফটিন ও ড্রিম গার্ল বক্স অফিসে বাজিমাত করেছে। বালা এ অভিনেতার টানা সাত নম্বর হিট সিনেমা।

এক বিবৃতিতে আয়ুষ্মান বলেন, প্রতিটা শিল্পীই চায় তাদের সিনেমা সর্বোচ্চ সংখ্যক দর্শক দেখুক, আনন্দ পাক এবং বাড়ি ফেরার সময় যেন তারা একটি বার্তা সঙ্গে নিয়ে যায়। আমি খুবই সৌভাগ্যবান এমন একটি চিত্রনাট্য পেয়েছি এবং পরবর্তী সময়ে তা ফুটিয়ে তুলতে পেরেছি। আমি সবসময় শিল্পেই বিশ্বাস করি, তবে ইন্ডাস্ট্রি অগ্রসর করতে ভালো ব্যবসা করাটাও জরুরি। তাই ব্যক্তিগতভাবে ১০০ কোটি রুপির মাইলফলক অর্জনের চেয়ে ইন্ডাস্ট্রির জন্য অবদান রাখতে পারছি এতেই বেশি খুশি। পাশাপাশি দর্শকদের কিছু ভালো সিনেমাও উপহার দিতে পারছি।

বাধাই হো এবং ড্রিম গার্ল’র পর বালা আয়ুষ্মানের তৃতীয় সিনেমা যেটি প্রথম উইকেন্ডেই ৪০ কোটি রুপি আয় করেছে। এরপর বক্স অফিসে ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে। শত কোটি রুপি আয় করা আয়ুষ্মান ও ইয়ামির তৃতীয় ও ভূমির দ্বিতীয় সিনেমা বালা।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২৩,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর