thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

সবচেয়ে কাছের মানুষের প্রথম অভিনন্দন

২০১৯ নভেম্বর ২৪ ১০:৪৬:১৯
সবচেয়ে কাছের মানুষের প্রথম অভিনন্দন

দ্য রিপোর্ট প্রতিবেদক: শৈশবেই মা-বাবাকে হারিয়েছেন দু’ভাই। জীবনের বন্ধুর চলার পথটা দুজন মিলে পাড়ি দিয়েছেন একসঙ্গে। বহু ঝড়-ঝঞ্ঝা পেড়িয়েছেন হাতে হাত ধরে। একজনের সাফল্যে যেমন অন্যজন আনন্দে ভেসেছেন, তেমনি একজনের দুঃখে কেঁদেছেন অন্যজন। বলছি শেখ ফজলে শামস পরশ এবং শেখ ফজলে নূর তাপসের কথা।

ছোট ভাই তাপস রাজনীতিতে এসেছেন বহু আগেই। সংসদ সদস্য হয়েছেন, আওয়ামী লীগ সমর্থক আইনজীবী সংগঠনের নেতাও হয়েছেন। গতকাল আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে এলেন বড় ভাইও। হলেন বাবার হাতে গড়া সংগঠন যুবলীগের চেয়ারম্যান। পরশের এমন আনন্দের দিনে সবার আগে তার কাছে ছুটে গেছেন সবচেয়ে কাছের মানুষ তাপস। বড় ভাইকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন তিনি।

জানা গেছে, গতকাল শনিবার যুবলীগের কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ভাইয়ের কাছে যান তাপস। ভাইয়ের হাতে ফুলের তোড়া তুলে দেন।

উল্লেখ্য, ক্যাসিনো কেলেঙ্কারিতে ভাবমূর্তি সঙ্কটে থাকা যুবলীগের কংগ্রেসে শেখ ফজলে শামস পরশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। তার বাবা শেখ ফজলুল হক মণির হাতেই গড়ে উঠেছিল এই সংগঠন। সঙ্কটে পড়ে উদ্ধার পেতে সেই শেখ ফজলুল হক মনির ছেলেকেই করা হয়েছে সংগঠনটির নতুন কাণ্ডারী।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২৪,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর