thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

হাইকোর্টের সামনে থেকে বিএনপি নেতা খোকন আটক

২০১৯ নভেম্বর ২৮ ১৩:১৪:৪২
হাইকোর্টের সামনে থেকে বিএনপি নেতা খোকন আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী দলের স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাইকোর্টের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।

শিরীন সুলতানার অভিযোগ, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি উপলক্ষে আজ সকালে আদালতে যাচ্ছিলেন বিএনপি নেতা খোকন। সুপ্রিমকোর্টের ফটক থেকে আটক করে নিয়ে যায় পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারের পর তাকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গত মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনের সড়কে অবস্থান নেয়। পুলিশ নেতাকর্মীদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় বিএনপি নেতাকর্মীরা রাস্তায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় পরে শাহবাগ থানায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচশ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। ধারণা করা হচ্ছে, সেই মামলাতেই আটক হতে পারেন খোকন।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২৮,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর