thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বিএনপির মেজর হাফিজও গ্রেপ্তার

২০১৯ নভেম্বর ২৮ ১৫:৫৬:১২
বিএনপির মেজর হাফিজও গ্রেপ্তার

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে হাইকোর্টের সামনের গেট থেকে তাকে আটক করা হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার হাফিজের আটকের কথা জানান।

দিদার বলেন, ‘আটকের পর তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।’

রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক বলেন, ‘হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় গত মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার সকালে হাইকোর্টের গেট থেকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে আটক করে পুলিশ।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২৮,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর