thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

জঙ্গিদের মাথায় টুপি আসলো যেভাবে

২০১৯ নভেম্বর ২৯ ১০:৪৩:২০
জঙ্গিদের মাথায় টুপি আসলো যেভাবে

দ্য রিপোর্ট প্রতিবেদক: বহুল আলোচিত গুলশানের হলি আর্টিজান মামলায় দণ্ডিত দুই আসামীর মাথায় আইএস’র প্রতীক সম্বলিত টুপি পকেটে করে আদালত প্রাঙ্গণে এনেছিলো বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ডিবি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গেলো বুধবার (২৭ নভেম্বর) গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার তিন বছর চার মাস ২৬ দিন পর চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে সাত আসামীর ফাঁসি ও এক ব্যক্তিকে বেকসুর খালাস দেওয়া হয়।

এদিন আসামী রাকিবুল হাসান ওরফে রিগ্যানেকে আদালকে নিয়ে যাওয়ার সময় মাথায় দেখা গেছে আইএসের প্রতীক সংবলিত কালো টুপি। কাঠগড়া থেকে নামিয়ে আনার প্রস্তুতি যখন চলছিল হঠাৎ ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জঙ্গি রাকিবুল হাসান রিগ্যানের মাথায় দেখা যায় কালো টুপি। সেখানে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পতাকার চিহ্ন।

এরপর রিগ্যান ছাড়াও জঙ্গি জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধীর মাথায়ও একই ধরনের টুপি দেখা যায়। তাদের মাথায় কীভাবে আইএস টুপি এলো- এ নিয়ে প্রশ্ন উঠায় বিষয়টি তদন্ত করতে কমিটি গঠন করে কারা কর্তৃপক্ষ।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২৯,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর