thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

আইএসের টুপি ফেরেশতা নাকি শয়তান দিল?

২০১৯ ডিসেম্বর ০১ ১৫:১৭:১৯
আইএসের টুপি ফেরেশতা নাকি শয়তান দিল?

দ্য রিপোর্ট প্রতিবেদক: নিম্ন আদালতে কঠোর নিরাপত্তার মধ্যেও হলি আর্টিজেন মামলায় দণ্ডিত ২ আসামির মাথায় আইএসের চিহ্ন সম্বলিত টুপি কিভাবে এলো তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট।

রোববার দুপুরে আইন ও সালিশ কেন্দ্রের এক মামলার শুনানিতে পত্রিকার প্রতিবেদনের প্রসঙ্গ টেনে এ বিষয়ে মন্তব্য করেন আদালত।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন। এসময় আদালত বলেন, গণমাধ্যমে এসেছে, আইএসের টুপি আসামিদের কাছে কোথায় থেকে আসলো সে বিষয়ে পুলিশ জানেন না। অন্যদিকে কারা কর্তৃপক্ষও বলছে, টুপি কারাগার থেকে যায়নি। তাহলে আইএসের টুপি ফেরেশতা দিলো নাকি শয়তান!

প্রসঙ্গত, গত বুধবার হলি আর্টিজান মামলার রায়ের দিন আদালতে আনা হয় ৮ জঙ্গিকে। এ সময় তাদের মাথায় কিছু না থাকলেও রায় ঘোঘণার পর দুজনের মাথায় কালো টুপি দেখা যায়। যেখানে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এর পতাকার লোগোর মতো নকশা ও লেখা ছিল।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ০১,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর