thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

রাজীব-দিয়ার মৃত্যু: চালকসহ ৩ জনের যাবজ্জীবন

২০১৯ ডিসেম্বর ০১ ১৬:২৯:২৩
রাজীব-দিয়ার মৃত্যু: চালকসহ ৩ জনের যাবজ্জীবন

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাসচাপায় রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী রাজিব-দিয়ার মৃত্যুর মামলায় চলক মাসুম বিল্লাহ, জুবায়ের সুমন এবং হেলপার পলাতক কাজী আসাদকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে ঢাকার মহানগর সিনিয়র দায়রা জজ আদালত। এ মামলা থেকে খালাস পেয়েছেন বাসের মালিক ও অপর এক হেলপার।

রোববার (১ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল এ তথ্য জানিয়েছেন।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন দুই চালক। তবে তাদের সহকারী পলাতক রয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে বাসচাপায় নিহত হন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব (১৭) ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬)। আহত হন আরো ১০ থেকে ১৫ শিক্ষার্থী। ঘটনার দিনই নিহত মিমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ০১,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর