thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

বিপিএলের সূচিতে আবার পরিবর্তন আসলো

২০১৯ ডিসেম্বর ০২ ১০:৫৯:০০
বিপিএলের সূচিতে আবার পরিবর্তন আসলো

দ্য রিপোর্ট প্রতিবেদক: বঙ্গবন্ধু বিপিএলে সূচিতে আবার পরিবর্তন আসলো। নতুন সূচি অনুসারে শুক্রবার ছাড়া সপ্তাহের অন্য দিনের ম্যাচ শুরুর সময় এক ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে।

আগের সূচি অনুযায়ী, দিনের প্রথম ম্যাচের শুরুর সময় ছিল দুপুর সাড়ে ১২টা, পরের ম্যাচ বিকেল ৫টা ২০ মিনিটে। নতুন সূচিতে দিনের প্রথম ম্যাচ শুরুর নতুন সময় দুপুর দেড়টা। আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

অন্যদিকে শুক্রবারের ম্যাচ হয়ে আগের সূচিতেই। অথাৎ প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়, পরের ম্যাচ সন্ধ্যা ৭টায়।

আগামী ৮ ডিসেম্বর এবারের আসর বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ১১ ডিসেম্বর আসরের উদ্ধোধনী ম্যাচে মুখোমুখি হবে চিটাগং চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট থান্ডার। দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের প্রতিপক্ষ রংপুর রেঞ্জার্স। তিন পর্বে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট স্টেডিয়ামে লিগ পর্বে মোট ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ০২,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর