thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

পুলিশ ধরেই নিয়েছে দুর্নীতি করলে কিছু হয় না: হাইকোর্ট

২০১৯ ডিসেম্বর ০২ ১৪:০৪:২০
পুলিশ ধরেই নিয়েছে দুর্নীতি করলে কিছু হয় না: হাইকোর্ট

দ্য রিপোর্ট প্রতিবেদক: দুই ব্যাংকারকে অবৈধভাবে আটক করে টাকা দাবি এবং টাকা না দিলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়ার ঘটনায় এপিবিএনের ৩ সদস্য, এক এসআইসহ ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ হাইকোর্টের। আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত অগ্রগতি জানাতে বলা হয়েছে।

সোমবার ভুক্তভোগীর করা এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

এ সময় আদালত বলেন, কিছু সংখ্যক পুলিশ সদস্যের কারনে পুরো বাহিনীর মর্যাদা ক্ষুন্ন হচ্ছে। বলেন, পুলিশ দুর্নীতি করলে কিছুই হয় না। দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বানাচ্ছে তারা। পুলিশ ধরে নিয়েছে দুর্নীতি করলে কিছু হয় না।

ভুক্তভোগীরা জানান, গেলো ২৭ জুন রাতে ভুতের আড্ডা রেস্টুরেন্ট থেকে ডিনার শেষে রিক্সায় বাসায় ফেরার পথে এপিবিএন সদস্যরা রিক্সা থামাতে বলে। পরে রিক্সা থেকে নামি একজনকে ফোন করে জানায় দুইজনকে ধরেছি। এসময় আটকের কারন জানতে চাইলে অকথ্য ভাষায় ভুক্তভোগীদের গালাগালি করেন।

পরে তাদের কাছে ২০ হাজার টাবা দাবি করা হয়। পরে ৬ হাজার টাকা দেয়া হলেও বাকী টাকার জন্য চাপ দিতে থাকে। এ ঘটনা চ্যালেঞ্জ হাইকোর্টে আসেন ওই দুই ভুক্ত ভোগী।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ০২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর