thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে ডোপ টেস্ট!

২০১৯ ডিসেম্বর ০২ ১৪:১৭:৩১
সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে ডোপ টেস্ট!

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করার আগে এবং চূড়ান্ত (ফাইনাল) পরীক্ষার আগে মাদক পরীক্ষা বা ডোপ টেস্ট চালু করার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এই সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ডোপ টেস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বৈঠকে উপস্থিত ছিলেন। দেশকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখা এবং একটি শিক্ষিত ও সুস্থ জাতি উপহার দিতে এই সুপারিশ করা হয়।

বৈঠকে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে আরও শক্তিশালী করা, শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতে কোনো অপরাধ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হতে না পারে তা তদারক করার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি শামসুল হকের সভাপতিত্বে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আফছারুল আমীন, হাবিবর রহমান, সামছুল আলম, পীর ফজলুর রহমান ও সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বৈঠকে অংশ নেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ০২,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

ক্যাম্পাস এর সর্বশেষ খবর

ক্যাম্পাস - এর সব খবর