thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

দরবৃদ্ধিতে শীর্ষে জাহিন স্পিনিং

২০১৯ ডিসেম্বর ০৪ ১০:২৬:২৮
দরবৃদ্ধিতে শীর্ষে জাহিন স্পিনিং

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেন শেষে দর বাড়ার শীর্ষে রয়েছে জাহিন স্পিনিং মিলস লিমিটেড। গতকাল কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯০ পয়সা বা ৯.৭৮ শতাংশ।

ডিএসই’র তথ্য অনুযায়ী, মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ১০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৮১২ বারে ২৩ লাখ ৭৩ হাজার ১২৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৩৪ লাখ টাকা।

দরবৃদ্ধিতে দ্বিতীয় স্থানে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মঙ্গলবার কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৯.৫৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ২৮১ বারে ১৯ লাখ ৮৩ হাজার ১১৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৭ লাখ টাকা।

দরবৃদ্ধিতে তৃতীয় স্থানে আছে মতিন স্পিনিং মিলস লিমিটেড। তাদের শেয়ারের দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৮.৬৪ শতাংশ। দরবৃদ্ধির তালিকার শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং, সোনারবাংলা ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ও তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ০৪,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর