thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

বুয়েটের আন্দোলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা

২০১৯ ডিসেম্বর ০৪ ১৬:৫২:৫০
বুয়েটের আন্দোলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রশাসন সব দাবি মেনে নেয়ায় আন্দোলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছে বুয়েট শিক্ষার্থীরা। আজ বুধবার এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।

আবরার হত্যায় জড়িতদের দ্রুত স্থায়ী বহিষ্কার, র‌্যাগিং ও ছাত্ররাজনীতি সংশ্লিষ্টতায় শাস্তির বিধান রেখে নীতিমালা প্রণয়নসহ প্রশাসন সকল দাবি মেনে নেয়ায় আন্দোলন সমাপ্তের ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। প্রশাসনের নানা পদক্ষেপে সন্তুষ্ট তারা। আর চলতি মাসের শেষ সপ্তাহেই পরীক্ষা শুরু হতে পারে বলে জানিয়েছে বুয়েট প্রশাসন।

গত অক্টোবরে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার পর ১১ দফা দাবি নিয়ে আন্দোলনে নামে বুয়েট শিক্ষার্থীরা। হত্যায় জড়িতদের শাস্তি প্রদান ও স্থায়ী বহিষ্কারসহ শিক্ষার্থীদের সব দাবি একের পর এক মেনে নেয় প্রশাসন।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ০৪,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

ক্যাম্পাস এর সর্বশেষ খবর

ক্যাম্পাস - এর সব খবর