thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

শ্রীলংকাকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

২০১৯ ডিসেম্বর ০৬ ১১:৩৩:৫০
শ্রীলংকাকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক: টিকে থাকার ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে এসএ গেমস ফুটবলের ফাইনালে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) নেপালের কাঠমান্ডুর দসরথ স্টেডিয়ামে বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচে ১-০ গোলে হারিয়েছে শ্রীলংকাকে।

চারটি পরিবর্তন এনে এ ম্যাচের একাদশ সাজিয়েছিলেন কোচ জেমি ডে। স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনের পরিবর্তে একাদশে জায়গা পাওয়া মাহবুবুর রহমান সুফিলের ১২ মিনিটে করা গোলেই এসএ গেমস ফুটবলে প্রথম জয়ের মুখ দেখলো লাল-সবুজ জার্সিধারীরা।

এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে ১-০ গোলে হারে ভুটানের কাছে এবং ১-১ গোলে ড্র করে মালদ্বীপের সঙ্গে। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ ৮ ডিসেম্বর নেপালের মুখোমুখি হবে।

বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকো, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, জামাল ভূঁইয়া, সাদ উদ্দিন, সুফিল, আল আমিন, রবিউল হাসান ও রিয়াদুল হাসান।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ০৬,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর