thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

জেনে নিন বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের সূচি

২০১৯ ডিসেম্বর ০৮ ১২:৩২:০১
জেনে নিন বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের সূচি

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের সপ্তম আসরটি উৎসর্গ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। টুর্নামেন্টের নামও রাখা হয়েছে তার নামে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ’। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই উদ্বোধন হবে এবারের বিবিপিএলের।

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধন করারও ২ ঘন্টা আগে থেকে বিকেল ৫টায় শুরু হয়ে যাবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সে সময়টায় মূলত স্টেজ মাতাবেন দেশি শিল্পীরা। এরপর সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার পর দ্বিতীয় পর্বে দেখা যাবে ভারতীয় শিল্পীদের।

এ উদ্বোধনী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বের মূল আকর্ষণ দুই বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। অনুষ্ঠানের একদম শেষ দিকে তারা মঞ্চ মাতাবেন। এরই মধ্যে ঢাকায় পা রেখেছেন সালমান ও ক্যাটরিনা।

বিকেল ৫টা থেকেই পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে নিউজটোয়েন্টিফোর, বিটিভি, গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।

এক নজরে দেখে নেয়া যাক বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের সূচি

সন্ধ্যা ৫টা ২৫ – মইদুল ইসলাম খানের (রকস্টার শুভ) একক পারফরম্যান্স
সন্ধ্যা ৫টা ৩৫ – সঙ্গীত শিল্পী রেশমি মির্জার একক পারফরম্যান্স
সন্ধ্যা ৬.০০ – জনপ্রিয় ব্যান্ড তারকা নগর বাউল খ্যাত জেমসের পারফরম্যান্স
সন্ধ্যা ৬টা ৪০ – জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজ বেগমের একক পারফরম্যান্স
সন্ধ্যা ৭টা ২০ – মাননীয় প্রধানমন্ত্রীর আগমন এবং আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা
সন্ধ্যা ৭টা ৩০ – জমকালো আতশবাজি
সন্ধ্যা ৭টা ৪৫ – ভারতীয় সংগীতশিল্পী সনু নিগামের একক পারফরম্যান্স
রাত ৮টা ৩৫ – লেজার বিম শো
রাত ৮টা ৫৫ – ভারতীয় সংগীতশিল্পী কৈলাশ খেরের একক পারফরম্যান্স
রাত ৯টা ৩৫ – বলিউড তারকা ক্যাটরিনা কাইফের একক পারফরম্যান্স
রাত ১০টা – বলিউড তারকা সালমান খানের একক পারফরম্যান্স
রাত ১০টা ২০ – সালমান ও ক্যাটরিনার দ্বৈত পারফরম্যান্স

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ০৮,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর