thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

এবার রংপুরে ঘরের ভেতর ৩ লাশ

২০১৯ ডিসেম্বর ০৮ ১৬:৩৪:১৬
এবার রংপুরে ঘরের ভেতর ৩ লাশ

রংপুর প্রতিনিধি: বরিশালে একই পরিবারের ৩ জনকে হত্যার রেশ কাটেনি এখনও। এর মধ্যেই রংপুরেও একই বাড়িতে পাওয়া গেল ৩ জনের মৃতদেহ। মৃতদেহগুলো মা এবং ২ সন্তানের বলে জানা গেছে। এ ঘটনায় নিহত নারীর স্বামী আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে।

আজ রোববার দুপুর ১২টার দিকে রংপুরের বাহারকাছনা এলাকা থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তিন বছরের মেয়ে (নেহা) ও এক বছরের ছেলে (বাবু) এবং তাদের মা রত্নাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। এর মধ্যে রত্না অন্তঃসত্ত্বা ছিল। তার স্বামী আব্দুর রাজ্জাক এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। তাকে আটক করা হয়েছে। সে মাদকাসক্ত হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ০৮,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর