thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

বাংলাদেশের হয়ে ১৫তম সোনা জিত‌লেন সোমা

২০১৯ ডিসেম্বর ০৯ ১০:৩৯:২৩
বাংলাদেশের হয়ে ১৫তম সোনা জিত‌লেন সোমা

দ্য রিপোর্ট ডেস্ক: এসএ গেমসে গতকালটা ছিল বাংলাদেশের আর্চারদের। কাল রিকার্ভ ও কম্পাউন্ডের দলগত ও মিশ্র ইভেন্ট মিলিয়ে ছয়টি সোনা ঘরে তুলেছেন তারা। আজ সকালটা সোনায় রাঙালেন আরেক আর্চার। কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে সোনা জিতেছেন সোমা বিশ্বাস।

শ্রীলঙ্কার প্রতিযোগীকে ১৪২-১৩৪ স্কোরে হারিয়ে স্বর্ণপদক জেতে সোমা। গতকাল মহিলা দলগত ইভেন্টে সুস্মিতা বণিক ও শ্যামলী রায়ের সঙ্গে সোনা জিতেছিলেন এই আর্চার।

এ নিয়ে নেপাল এসএ গেমসে বাংলাদেশের ঘরে আসল মোট ১৫টি স্বর্ণ। দেশের বাইরে এই প্রতিযোগিতায় এর আগে কখনো এত সোনা জেতেনি বাংলাদেশ। ১৯৯৫ সালে মাদ্রাজ আসরে সর্বোচ্চ ৭টি স্বর্ণ এসেছিল।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ০৯,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর