thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

আর্চারির ১০ ইভেন্টেই সোনা জিতল বাংলাদেশ

২০১৯ ডিসেম্বর ০৯ ১৩:০৩:১২
আর্চারির ১০ ইভেন্টেই সোনা জিতল বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক: সাউথ এশিয়ান (এসএ) গেমসে একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ। এর মধ্যে আর্চারিতে বিজয় কেতন উড়ছেই। আগের দিন ৬ সোনা জেতার পর আজ সোমবার সকালে এসেছে আরও ৪ সোনা।

চলমান আসরে আর্চারির ১০টি ইভেন্টের সবকটিইতেই অংশ নিয়ে স্বর্ণ জিতল বাংলাদেশ। সর্বশেষ পুরুষ রিকার্ভে ব্যক্তিগত ইভেন্টের সোনার পদক পেলেন রুমান সানা।

এবারের আসরের নবম দিনে শুরুটা করেন সুমা বিশ্বাস। শ্রীলঙ্কার প্রতিযোগীকে ১৪২-১৩৪ স্কোরে হারিয়ে সোনার পদক জিতে নেন তিনি। এর পর বাংলাদেশকে সোনা এনে দেন সোহেল রানা, ইতি খাতুন। এদিন ৭-৩ সেটে জেতেন আগের দিন দলগত ইভেন্টে সোনা জেতা ইতি।

তার আগে ছেলেদের কম্পাউন্ডের একক ইভেন্টে স্বর্ণ জিতেন বাংলাদেশের সোহেল রানা। ভুটানের তানদিন দর্জিকে ১৩৭-১৩৬ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জয় করেন তিনি।

এবারের এসএ গেমসে বাংলাদেশের সোনার পদক হলো ১৮টি। ফলে এসএ গেমসের একক কোনো আসরে সবচেয়ে বেশি সোনা জয়ের নিজেদের রেকর্ড স্পর্শ করল বাংলাদেশ। এর আগে ২০১০ সালেও এসেছিল ১৮টি সোনা। এবার আর একটি সোনা জিতলেই বাংলাদেশ ছাড়িয়ে যাবে আগের রেকর্ড।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ০৯,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর