thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মানবতাবিরোধী অপরাধ: টিপু সুলতানের মৃত্যুদণ্ড

২০১৯ ডিসেম্বর ১১ ১২:০২:৫৭
মানবতাবিরোধী অপরাধ: টিপু সুলতানের মৃত্যুদণ্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহীর জামায়াত নেতা মো. আবদুস সাত্তার ওরফে টিপু সুলতান ওরফে টিপু রাজাকারের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার রায় ঘোষণা করেন। এটি ট্রাইব্যুনালের ৪১ তম রায়।

এর আগে, গত ১৭ অক্টোবর উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছিল।

টিপু সুলতান একাত্তরে মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলাম’র ছাত্র সংগঠন ‘ইসলামী ছাত্র সংঘ’ পরবর্তীকালে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে পাশ করেন। এরপর নাটোরের লালপুর উপজেলার গোপালপুর ডিগ্রি কলেজে ১৯৮৪ সালে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। তিনি ২০১১ সালে অবসরে যান।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ১১,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর