thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

এসিড দগ্ধ দীপিকা পাডুকোন, ট্রেলারেই বাজিমাত

২০১৯ ডিসেম্বর ১১ ১৭:২৫:১০
এসিড দগ্ধ দীপিকা পাডুকোন, ট্রেলারেই বাজিমাত

দ্য রিপোর্ট ডেস্ক: বিয়ের পর ফের বড় পর্দায় কামব্যাক করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। কামব্যাকেই যে সব লাইমলাইট তিনি কেড়ে নেবেন, তার ইঙ্গিত পাওয়া গেল নতুন ছবি ‘ছপক’র ট্রেলারেই ৷ দুই মিনিটের ট্রেলারে দীপিকা বুঝিয়ে দিলেন তিনি আসছেন বাজিমাত করতে।

এবার আর কোনো রাজমহলের রোমান্টিক নারী হিসেবে নয়, জীবনে অন্যরকম প্রেরণার গল্প শোনাবেন অভিনেত্রী। যেখানে তিনি একজন এসিডে আক্রান্ত নারীর ভূমিকায়।

এসিড আক্রান্ত মিতালির চরিত্রে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিলেন দীপিকা। এসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবন নিয়েই তৈরি হয়েছে মেঘনা গুলজারের এই ছবি ৷ লক্ষ্মী আগরওয়ালের চরিত্রেই দেখা যাবে দীপিকাকে। শুধুই অভিনয় নয়, মেঘনার এ ছবির প্রযোজকও দীপিকা।

জানা যায়, ‘ছপক’ মুক্তি পাবে আগামী বছরের ১০ জানুয়ারি।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ১১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর