thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পর্যটক প্রবেশ বন্ধ

২০১৯ ডিসেম্বর ১৩ ১৮:৩৪:৩৮
তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পর্যটক প্রবেশ বন্ধ

সিলেট প্রতিনিধি: ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মেঘালয়ের রাজধানী শিলংয়ে কারফিউ জারি হওয়ায় সিলেটের তামাবিলের ডাউকি সীমান্ত দিয়ে পর্যটক প্রবেশ করতে দিচ্ছে না বিএসএফ। কোনও নোটিশ ছাড়াই শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল থেকেই বিএসএফ বাংলাদেশি পর্যটকদের ভারতে প্রবেশ করতে দিচ্ছে না। এছাড়া সীমান্ত এলাকায় তারা নিরাপত্তাও জোরদার করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে তামাবিলে ইমিগ্রেশন শেষ করে পর্যটকরা ভারতে প্রবেশ করতে চাইলে তাদের ফিরিয়ে দেয় বিএসএফ। কোনও ঘোষণা ছাড়াই এ পদক্ষেপ নেওয়ায় বিপাকে পড়েছেন বাংলাদেশি পর্যটকরা।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম (গণমাধ্যম) জানান, সংশোধিত নাগরিকত্ব আইন সংশোধনের দাবিতে মেঘালয়ে আন্দোলন চলছে। যার কারণে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) থেকে শিলংয়ে কারফিউ জারি করা হয়। এজন্য ডাউকি সীমান্ত দিয়ে পর্যটকদের প্রবেশ বন্ধ করে দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন। নিরাপত্তার কথা চিন্তা করেই পর্যটকদের যেতে দিচ্ছে না বিএসএফ। দু’দিন পর ভারতে পর্যটক প্রবেশ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ১৩,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর