thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

বাংলাদেশের বোলিং কোচ থাকছেন না ল্যাঙ্গেভেল্ট

২০১৯ ডিসেম্বর ১৮ ১১:২২:৩৬
বাংলাদেশের বোলিং কোচ থাকছেন না ল্যাঙ্গেভেল্ট

দ্য রিপোর্ট প্রতিবেদক: খুব বেশি দিন হয়নি বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন শার্ল ল্যাঙ্গেভেল্ট। টাইগারদের দক্ষিণ আফ্রিকান কোচিং স্টাফদের অন্যতম এই সদস্য চলে যাচ্ছেন খুব অল্প সময়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন সাবেক ডানহাতি দক্ষিণ আফ্রিকান পেসার।

দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের কাছ থেকে প্রস্তাব পাওয়াতেই এমনটি ঘটেছে। তার পদত্যাগের সেই কারণটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, ‘আসলে ল্যাঙ্গেভেল্টকে নিতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডই আমাদের কাছে অনুরোধ করেছে। তাকে দক্ষিণ আাফ্রিকার কোচিং স্টাফদের অংশ করতে চায়।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আরও জানান, ‘ওরা জানে ল্যাঙ্গেভেল্টের সঙ্গে আমাদের চুক্তি আছে। তাই আমরা তাকে না ছাড়লে তো ওরা ল্যাঙ্গেভেল্টকে নিতে পারবে না। আর বিষয়টি এমনও নয় যে ল্যাঙ্গেভেল্ট চলে যেতে আমাদের কিছু জানিয়েছে বা চলে যেতে চেয়েছে।’

গত জুলাইয়ে দুই বছরের জন্য ল্যাঙ্গেভেল্টকে চুক্তিবদ্ধ করে বিসিবি। কিন্তু ৫ মাসেরও কম সময়ে বিদায় নিচ্ছেন তিনি। সম্প্রতি মার্ক বাউচারকে হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ১৮,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর