thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

নাম বাদ দিতে তিন মন্ত্রণালয়ে গোলাম আরিফ টিপুর আবেদন

২০১৯ ডিসেম্বর ১৮ ১৫:১৬:৫৮
নাম বাদ দিতে তিন মন্ত্রণালয়ে গোলাম আরিফ টিপুর আবেদন

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজাকারের তালিকা থেকে নাম বাদ ও প্রত্যাহার চেয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ে আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু। একইসঙ্গে যে তথ্যের ভিত্তিতে তালিকা প্রণয়ন করা হয়েছে তার অনুলিপি সরবরাহ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও আবেদন করেছেন তিনি।

বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।

এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে গোলাম আরিফ টিপু বলেছিলেন, ‘আমি একজন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। অথচ আমার নাম রাজাকারের তালিকায়! ২০১০ সালের ২৮ মার্চ সরকার আমাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব দিয়েছে। অথচ আজ আমার নাম রাজাকারের তালিকায়! কীভাবে রাজাকার, আলবদর তালিকায় মুক্তিযোদ্ধার নাম এলো, সেটা কীভাবে হলো- এর উৎস খুঁজে বের করতে হবে। এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানাই।’

প্রসঙ্গত, ১৫ ডিসেম্বর প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তবে ওই তালিকায় কয়েকজন মুক্তিযোদ্ধার নাম থাকায় তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ১৮,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর