thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

কেরানীগঞ্জের আগুনে নিহত বেড়ে ২০

২০১৯ ডিসেম্বর ১৮ ১৫:১৯:১১
কেরানীগঞ্জের আগুনে নিহত বেড়ে ২০

দ্য রিপোর্ট প্রতিবেদক: কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডে দগ্ধ সোহান (১৯) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০-এ।

বুধবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোহানের মৃত্যু হয়।

ইনস্টিটিউটের প্রধান সন্বয়ক ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহানের শরীরের ৫০ ভাগই পুড়ে গিয়েছিল।

গত ১১ ডিসেম্বর কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া এলাকায় ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় আগুন লাগে। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত হন ৩২ জন। এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধদের ১৯ জন মারা গেলেন।

দগ্ধদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে ১১ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ১৮,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর