thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

বিএনপিকে সম্মেলনের দাওয়াত দিল আওয়ামী লীগ

২০১৯ ডিসেম্বর ১৯ ১৩:৩৪:৫৯
বিএনপিকে সম্মেলনের দাওয়াত দিল আওয়ামী লীগ

দ্য রিপোর্ট প্রতিবেদক: দলের ২১তম জাতীয় সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানিয়ে দাওয়াতপত্র দিয়েছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল আমন্ত্রণপত্র পৌঁছে দেয়।

আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন, দলের কেন্দ্রীয় নেতা জিয়া উদ্দিন শিপু, রাশিদুল বারী ডলার, আলমগীর হাসান।

বিএনপির পক্ষে আমন্ত্রণপত্র গ্রহণ করেন দলের তথ্য ও গবেষণা সম্পাদক নাসির উদ্দিন নসু।

এর আগে সকাল ১০টায় জাতীয় পার্টিকে আওয়ামী লীগের এই প্রতিনিধি দল আমন্ত্রণপত্র পৌঁছে দেয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তার উত্তরার বাসা থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ১৯,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর