thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

আওয়ামী লীগের নতুন সভাপতিমণ্ডলীর সভা ২৪ ডিসেম্বর

২০১৯ ডিসেম্বর ২২ ১১:১৬:০৫
আওয়ামী লীগের নতুন সভাপতিমণ্ডলীর সভা ২৪ ডিসেম্বর

দ্য রিপোর্ট প্রতিবেদক: ২১ তম সম্মেলনের পর আওয়ামী লীগের নতুন ঘোষিত সভাপতিমণ্ডলীর প্রথম সভা বসছে ২৪ ডিসেম্বর। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দলের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, ২১তম সম্মেলনের পর এটিই হবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রথম সভা। নতুন কমিটির করণীয়সহ দলীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে বৈঠকে। আওয়ামী লীগের দফতরের কর্মকর্তাও উপস্থিত থাকবেন এই সভায়।

এর আগে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুননির্বাচিত হয়েছেন। এছাড়া কাউন্সিলে ঘোষণা করা হয় ১৯ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম। এতে নতুন করে যুক্ত হয়েছেন-শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ২২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর