thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

‘সোনার তরী’ ঢাকায়, আসছে ‘অচিন পাখি’

২০১৯ ডিসেম্বর ২২ ১১:১৯:০০
‘সোনার তরী’ ঢাকায়, আসছে ‘অচিন পাখি’

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘সোনার তরী’ ঢাকায় এসে পৌঁছেছে। একই ক্রয় আদেশের অপর ড্রিমলাইনার ‘অচিন পাখি’ আগামী মঙ্গলবার ৩-৪৫ মিনিটে ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে।

বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের আসন সংখ্যা ২৯৮টি। এর মধ্যে বিজনেস ক্লাস ৩০, প্রিমিয়াম ইকোনমি ক্লাস ২১ এবং ২৪৭টি ইকোনমি ক্লাস রয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্চম ড্রিমলাইনার উড়োজাহাজটি অবতরণ করে। এ দুটি উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বাংলাদেশ বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৮টি।

বিমান বাংলাদেশ সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সিয়াটলে বোয়িং কারখানার এয়ারেট এয়ারফিল্ড থেকে স্থানীয় সময় ২০ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় ড্রিমলাইনারটি বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে সোনার তরীকে স্বাগত জানানো হয়।

এর আগে ড্রিমলাইনার উড়োজাহাজটি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে হস্তান্তর করে বোয়িং কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) এনামুল বারি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবিরুল ইয়াজদানী খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. মোশারফ হোসেন। পরে বাংলাদেশ প্রতিনিধিদল ও বোয়িংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ‘সোনার তরী’র যাত্রার উদ্বোধন করেন।

আগামী ২৮ ডিসেম্বর পঞ্চম ও ষষ্ঠ ড্রিমলাইনার দুটি এবং বিমানের মোবাইল অ্যাপস অনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ২২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর