thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

বিপিএল: ঢাকায় পৌঁছেছেন শেন ওয়াটসন

২০১৯ ডিসেম্বর ২৭ ১১:৫৪:২৫
বিপিএল: ঢাকায় পৌঁছেছেন শেন ওয়াটসন

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে খেলতে ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক শেন ওয়াটসন।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বঙ্গবন্ধু বিপিএলে রংপুর রেঞ্জার্সের হয়ে এবার ব্যাটিং তাণ্ডব চালবেন ওয়াটসন। ঢাকায় পা রাখতে না রাখতেই ব্যাট-বলে মাঠে নামতে হবে এই অজির। সন্ধ্যায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে ওয়াটসনের দল রংপুর রেঞ্জার্স।

সবকিছু ঠিকঠাক থাকলে এই ম্যাচে রংপুরের হয়ে মাঠে নামতে দেখা যাবে ওয়াটসনকে।

আজ শুক্রবার থেকে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বিপিএলের ঢাকার দ্বিতীয় পর্ব।

প্রসঙ্গত এবারের বিপিএলে রংপুরের অবস্থা সংকটাপন্ন। ঢাকা ও চট্টগ্রাম পর্বের ২০ ম্যাচের মধ্যে ৫টি ম্যাচ খেলেছে রংপুর। এর মধ্যে তারা জিতেছে মাত্র ১ ম্যাচ। বাকি ৪টিতেই হেরেছে।

তবে প্লে-অফে খেলার সুযোগ রয়েছে দলটির। কারণ বাকি থাকা সাত ম্যাচের মধ্যে অন্তত ৬টিতে জিতলেই তারা সেরা চারের টিকিট পেতে পারে।

তাই এখন রংপুর রেঞ্জার্সের ত্রাতা হিসেবেই ওয়াসন আসছেন বলে মনে করছেন কেউ কেউ।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ২৭,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর