thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ইনজুরিতে সিরিজ শেষ রোচ-পোলার্ডের

২০১৩ নভেম্বর ১০ ১৪:১৯:১৮
ইনজুরিতে সিরিজ শেষ রোচ-পোলার্ডের

দিরিপোর্ট২৪ ডেস্ক : সিরিজের প্রথম টেস্টে ভারতের কাছে ইনিংস ও ৫১ রানে হারের পর ইনজুরির ফাঁদে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। কাঁধের ইনজুরির জন্য সিরিজ থেকে ছিটকে পড়েছেন ফাস্ট বোলার কেমার রোচ। ১৪ নভেম্বর মুম্বাইয়ে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

ইনজুরির জন্য কলকাতা টেস্টেও মাঠে নামতে পারেননি রোচ। যদিও তার জন্য অপেক্ষা করেছেন নির্বাচকরা। কিন্তু দ্রুত ইনজুরি কাটিয়ে তার মাঠে ফেরা কঠিন হবে বলে বিকল্প পথ বেছে নিয়েছেন তারা। রোচের বদলে স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন শ্যানন গাব্রিয়েল।

রোচ সিরিজ থেকে বাদ পড়ায় আক্ষেপ করে কোচ ওটিস গিবসন বলেছেন, ‘আমরা দু:খের সঙ্গে জানাচ্ছি, চলতি সিরিজে রোচের খেলা হবে না। এ জন্য দেশে ফিরে গেছে সে।’

রোচ ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২৩ টেস্টে ৮৫ উইকেট নেন।

এদিকে রোচের সঙ্গে ইনজুরির তালিকায় নাম লিখিয়েছেন কিয়েরন পোলার্ড। তাকে বাদ দিয়েই ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্যারিবীয় বোর্ড।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হবে ২১ নভেম্বর।

স্কোয়াডে ডাক পেয়েছেন কিয়েরন পাওয়েল, বীরাসামি ও দেওনারিন। তবে ইনজুরিতে পড়ায় ওয়ানডেতে খেলতে পারবেন না কিয়েরন পোলার্ড।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড : ডোয়াইন ব্রাভো (অধিনায়ক), টিনো বেস্ট, ড্যারেন ব্রাভো, জনসন চার্লেস, নরসিং দেওনারিন, ক্রিস গেইল, জেসন হোল্ডার, সুনীল নারিন, বীরাসামি পারমল, কিয়েরন পাওয়েল, দিনেশ রামিদিন, রবি রামপল, ড্যারেন স্যামি, মারলন স্যামুয়েলস ও লেন্ডল সিমন্স।

(দিরিপোর্ট২৪/এমআই/সিজি/এমএআর/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর