thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ. লীগের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

২০১৯ ডিসেম্বর ২৮ ১১:১৩:৪৭
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ. লীগের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগের নব-নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন কমিটি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

পুষ্পস্তবক অর্পণের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নতুন ঘোষিত কমিটির প্রায় সবাই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে কমিটির ৪২ নেতার নাম ঘোষণা করা হয়। এরপর গত বৃহস্পতিবার ঘোষণা করা হয় আরও ৩২ জনের নাম। এছাড়া কমিটির একটি সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, শিল্প ও বাণিজ্য সম্পাদক, ধর্ম সম্পাদক ও তিনটি সদস্য পদে এখন পর্যন্ত কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ২৮,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর