thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মায়ের সামনে শ্লীলতাহানি, মুক্তিযুদ্ধমঞ্চের সভাপতির বিরুদ্ধে মামলা

২০১৯ ডিসেম্বর ৩১ ১১:৫২:৫৫
মায়ের সামনে শ্লীলতাহানি, মুক্তিযুদ্ধমঞ্চের সভাপতির বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: মায়ের সামনেই এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সৈয়দ রনি আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় তার দুই সহযোগীকেও আসামি করা হয়েছে। গত রোববার দিবাগত রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানা গেছে।

জানা গেছে, গত শনিবার নারায়ণগঞ্জ শহরের চাষাড়া শহীদ মিনারে ঘুরতে আসা তরুণীকে উত্যক্ত করে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সৈয়দ রনি আলম ও তার সহযোগী অনিক ও কাননসহ অজ্ঞাত আরও কয়েকজন। এক পর্যায়ে তারা মায়ের সামনেই ওই তরুণীর ওড়না ধরে টানাটানি করে।

এ ঘটনার পরদিন মামলা দায়ের করেন তরুণীর মা। মামলার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ফতুল্লা থানার হাজিগঞ্জ এলাকার এমরান হোসেনের ছেলে কানন (২২) নামে একজনকে গ্রেপ্তার করে। মামলায় প্রধান আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সৈয়দ রনি আলমকে। একই মামলার অপর আসামি হচ্ছে ফতুল্লার পশ্চিম মাসদাইর জসুর ছেলে অনিক প্রধান (২২)।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ৩১,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর