thereport24.com
ঢাকা, বুধবার, ১৯ মার্চ 25, ৫ চৈত্র ১৪৩১,  ১৯ রমজান 1446

‘অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এগিয়ে যাচ্ছে দেশ’

২০২০ জানুয়ারি ০১ ১৫:১৮:২২
‘অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এগিয়ে যাচ্ছে দেশ’

দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যখন আমরা দ্বিতীয়বার সরকার গঠন করি, তখন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ছিল। সেই মন্দা কাটিয়ে উঠে আমরা আজকে এগিয়ে যাচ্ছি। সারা বিশ্বে প্রবৃদ্ধি অর্জন কমে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি অর্জন বৃদ্ধি করে চলছে। আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে।

বুধবার (১ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এটি বাণিজ্য মেলার ২৫তম আসর। এসময় তিনি বিদেশি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করেছি। বাংলাদেশে যারা বিনিয়োগ করবে, তাদের বিশেষ সুযোগ-সুবিধা দেয়া হবে।’

দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হিসেবে আইসিটির (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) গুরুত্ব তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আমরা আইসিটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। যত বেশি ডিজিটাল ডিভাইস করা যাবে ততো আমরা লাভবান হব। আইসিটি একসময় এ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হয়ে দাঁড়াবে।’

পাট খাতে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবেশ রক্ষার জন্য সারা পৃথিবীতে মানুষ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। পরিবেশবান্ধব যেসব পণ্য, সেগুলো ব্যবহার করার জন্য মানুষ উদগ্রীব। এ জন্য আমাদের পাট খাতে গুরুত্ব দিতে হবে। দেশি-বিদেশিরা এখানে বিনিয়োগ করতে পারেন।’

তৃণমূল মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করার সরকারের লক্ষ্যের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের যত উৎপাদন, ব্যবসা, বাণিজ্য যাই আমরা করি, দেশের মানুষের ক্রয়ক্ষমতা আমাদের বাড়াতে হবে।’

অন্যদের মধ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম ও বাণিজ্য সচিব মোহাম্মদ জাফর উদ্দিন উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ০১,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর