thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৮১ কোটি টাকার লেনদেন

২০২০ জানুয়ারি ০৫ ১১:৩৬:০২
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৮১ কোটি টাকার লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৮৪ লাখ ১১ হাজার ১১৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮০ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২১ কোটি ৯০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসকে ট্রিমসের। দ্বিতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিক ১১ কোটি ৪৩ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

তৃতীয় স্থানে থাকা বিকন ফার্মা ৭ কোটি ৫৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ।

এছাড়া রেনেটার ৬ কোটি ৫১ লাখ ৫৩ হাজার টাকার, ওয়াইম্যাক্সের ৪ কোটি ৩৭ লাখ ৬৮ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২ কোটি ৮৫ লাখ টাকার, স্কয়ার ফার্মার ২ কোটি ৯০ লাখ ৭৯ হাজার টাকার, সিঙ্গারের ৫৩ লাখ ৫৭ হাজার টাকার, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৬ লাখ ২০ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ৬ লাখ ৭১ হাজার টাকার, সিলকো ফার্মার ১ কোটি ৭১ লাখ ২৩ হাজার টাকার, উত্তরা ব্যাংকের ১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৩ কোটি ৭৮ লাখ ৩৬ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ১ কোটি ১৬ লাখ ১০ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৫ কোটি ৬১ লাখ ৪৪ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৫ লাখ ৮৭ হাজার টাকার, রহিম টেক্সটাইলের ১ কোটি ৭৯ লাখ ৮৭ হাজার টাকার, এমারেল্ড অয়েলের ৫ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকার এবং সুহৃদের ৩৬ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ০৫,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর