thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নানক

২০২০ জানুয়ারি ০৬ ১৫:৪৯:১৪
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নানক

দ্য রিপোর্ট প্রতিবেদক: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

সোমবার দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন তিনি।

জাহাঙ্গীর কবির নানকের একান্ত সহকারী মোহাম্মদ বিপ্লব এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তার এনজিওগ্রাম করানো হয়েছে। হার্টে দুটি ব্লক ধরা পড়েছে।’

ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজিস্ট ও সিসিইউ ইনচার্জ মাহবুবর রহমান বলেন, ‘জাহাঙ্গীর কবির নানকের হার্টে দুইটি ব্লক ধরা পড়েছে। ইতোমধ্যে একটি Coronary stent (হার্টের রিং) পরানো হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।’

নানকের ব্যক্তিগত সহকারি বিপ্লব আরো বলেন, ‘বুকের ব্যথা অনুভব করলে তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তাররা তাকে দ্রুত এনজিওগ্রামের পরামার্শ দিয়ে হাসপাতালে ভর্তি করেন। এনজিওগ্রামে ব্লক ধরা পড়ে। এরপর তার বুকে একটি (Coronary stent) রিং পরানো হয়।’

উল্লেখ্য, আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে সভাপতিমন্ডলীর সদস্য হন নানক।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ০৬,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর