thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

শর্তসাপেক্ষে ফারমার্স ব্যাংককে ৮ শাখা খোলার অনুমতি

২০১৩ নভেম্বর ১০ ১৪:২৬:৫১
শর্তসাপেক্ষে ফারমার্স ব্যাংককে ৮ শাখা খোলার অনুমতি

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : সদ্য অনুমোদনপ্রাপ্ত ফারমার্স ব্যাংককে শর্তসাপেক্ষে ৮ শাখা খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফারমার্স ব্যাংকের ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ আতাহার উদ্দিন দিরিপোর্ট২৪কে এই কথা জানিয়েছেন।

ড. আতাহার বলেন, ‘শহরে ও গ্রামে ৪টি করে শাখা খোলার শর্তে মোট ৮টি শাখা চালু করার অনুমতি দিয়েছি। ইতিমধ্যে আমরা ঢাকায় ৪টি শাখা চালু করেছি। আশা করছি খুব শিগগিরই বাকি শাখাগুলো চালু করতে পারব।’

এদিকে রবিবার সকালে মতিঝিলে ব্যাংকটির তৃতীয় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীর।

ড. মহিউদ্দীন খান আলমগীর বলেন, ‘আমি আশা করছি ব্যাংকটি পরিচালনা পর্ষদ কৃষকদের সেবা দেওয়ার ব্যাপারে বিশেষভাবে নজর দেবেন। গ্রাহক ব্যাংকের সেবা নিতে আসবেন এই ধারণা পরিবর্তন করতে হবে। বরং ব্যাংকেই গ্রাহকের দরজায় সেবা নিয়ে যেতে হবে।’

(দিরিপোর্ট২৪/এমএইচ/এএস/এমসি/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর