thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ক্যাসিনোকাণ্ডের এনামুল-রূপন গ্রেপ্তার

২০২০ জানুয়ারি ১৩ ১৪:০৬:১৪
ক্যাসিনোকাণ্ডের এনামুল-রূপন গ্রেপ্তার

দ্য রিপোর্ট প্রতিবেদক: ক্যাসিনো কারবারি দুই ভাই এনামুল হক ও রূপন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার সকালে রাজধানীতে পৃথক অভিযানে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। সিআইডির গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন এই তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর সকালে গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক এবং তার ভাই থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়ার (পুরান ঢাকা ৩১ নম্বর বানিয়ানগর) বাসায় অভিযান চালিয়ে তিনটি ভল্ট থেকে এক কোটি পাঁচ লাখ টাকা ও ৭৩০ ভরি সোনা উদ্ধার করে র‌্যাব। পরে ২৩ অক্টোবর তাদের বিরুদ্ধে দুটি আলাদা মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ১৩,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর