thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

জঙ্গি আস্তানা সন্দেহে আশুলিয়ার বাড়ি ঘেরাও ‍পুলিশের

২০২০ জানুয়ারি ১৩ ২০:৪৩:০২
জঙ্গি আস্তানা সন্দেহে আশুলিয়ার বাড়ি ঘেরাও ‍পুলিশের

দ্য রিপোর্ট প্রতিবেদক: জঙ্গি আস্তানা সন্দোহে রাজধানীতে আশুলিয়ার গোকলনগরে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই বাড়িটিতে অভিযান পরিচালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা থেকে গকুলনগর বাজার সংলগ্ন দুই তলা বাড়ি ঘিরে রাখে পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা। ঘিরে রাখা বাড়িতে কতজন রয়েছে তা এখনো জানা যায়নি।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক বাড়িটির ভেতরে প্রবেশ করতে দেয়নি বাড়িটি ঘিরে রাখা পুলিশ সদস্যরা। ঘটনাস্থলে উপস্থিত আছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও জেলা পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ১৩,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর