thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

যে কারণে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ

২০২০ জানুয়ারি ১৪ ২১:২১:৪৫
যে কারণে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: দুবাইয়ে আইসিসির হেড কোয়ার্টারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি এহসান মানি আজ পাকিস্তান সফর নিয়ে আলোচনায় বসেছিলেন। তাদের আলোচনায় ছিলেন আইসিসির সভাপতি শশাঙ্ক মনোহর। তার উপস্থিতিতে বাংলাদেশের পাকিস্তান সফর চূড়ান্ত হয়েছে।

তিন মাসে তিনবার পাকিস্তানে যাবে বাংলাদেশ। এ মাসেই তিনটি টি-টোয়েন্টি খেলে আসবে বাংলাদেশ। ফেব্রুয়ারিতে বাংলাদেশ যাবে একটি টেস্ট খেলতে। এরপর এপ্রিলে পাকিস্তানে একটি ওয়ানডে এবং একটি টেস্ট খেলবে বাংলাদেশ। পাকিস্তান ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূচি নিশ্চিতের পর বিসিবিও একই সূচি প্রকাশ করে।

পাকিস্তান সফর নিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমাদের অবস্থান বোঝার জন্য আমাকে অবশ্যই পিসিবিকে ধন্যবাদ জানাতে হবে। পারস্পরিক গ্রহণযোগ্য উপায়ে একটি সমাধান আসায় আমরা সন্তুষ্ট। আইসিসি ও এফটিপির প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে আমাদের আন্তরিক প্রচেষ্টা একটি উদাহরণ হয়ে থাকবে।’

পিসিবি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসতে গতকাল দুবাইয়ে গিয়েছিলেন বিসিবি সভাপতি। আগামীকাল তার দেশে ফেরার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ১৪,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর