thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

শাহজালালে ১৭ কোটি টাকার সোনার বার উদ্ধার

২০২০ জানুয়ারি ১৬ ১১:৪৩:৩০
শাহজালালে ১৭ কোটি টাকার সোনার বার উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক: হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। যার বাজার মূল্য প্রায় ১৭ কোটি টাকা।

বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮ টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি ০৮৫) তল্লাশিকালে সিটের হাতলের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

সংস্থার মহাপরিচালক শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তল্লাশিকালে বিজনেস ক্লাসের ৪ টি সিটের হাতলের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো ১২টি দণ্ড আকৃতির বস্তু উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বস্তুগুলো বিমানবন্দরের অভ্যন্তরে ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ২৪ টি স্বর্ণবার পাওয়া যায়। যার প্রতিটির ওজন ১ কেজি করে।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ১৬,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর