thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

সগিরা মোর্শেদ হত্যা : ৪ জনকে আসামি করে চার্জশিট

২০২০ জানুয়ারি ১৬ ১৭:৩৫:২৪
সগিরা মোর্শেদ হত্যা : ৪ জনকে আসামি করে চার্জশিট

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রায় তিন দশক আগে ভিকারুননিসা নূন স্কুলের সামনে সগিরা মোর্শেদ সালাম হত্যা মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার এ চার্জশিট জমা দেওয়া হয়। আজ দুপুরে পিবিআই’র প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

পিবিআই প্রধান ডিআইজি প্রকৌশলী বনজ কুমার সংবাদ সম্মেলনে জানান, চারজনকে অভিযুক্ত করে চাজর্শিট দেওয়া হয়েছে। একইসঙ্গে তারা কী কারণে তাকে হত্যা করেছিল তার আদ্যোপান্ত বলা আছে। আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য সুপারিশ করা হয়েছে।

সগিরা মোর্শেদা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক ছিলেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ১৯৮৯ সালের ২৫ জুলাই বিকেলে সিদ্ধেশ্বরীর ভিকারুননিসা নূন স্কুলের সামনে ছিনতাইকারীরা তাকে গুলি করে হত‌্যা করে।

কিন্তু তদন্তে জানা যায় আসলে এটা ছিনতাই ছিল না। পারিবারিক দ্বন্দ্বে পরিকল্পিতভাবে তাকে হত‌্যা করা হয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলার তদন্ত করে। নানা কারণে বছরের পর বছর ঝুলে ছিল এ মামলার তদন্ত কাজ। তবে পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে অবশেষে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন ওই চারজন।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ১৬,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর