thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

৩ মাসের মধ্যে স্মার্ট অ্যাপ চালুর প্রতিশ্রুতি আতিকের

২০২০ জানুয়ারি ১৮ ১৪:৪৯:২৪
৩ মাসের মধ্যে স্মার্ট অ্যাপ চালুর প্রতিশ্রুতি আতিকের

দ্য রিপোর্ট প্রতিবেদক: নাগরিকসেবা নিরবচ্ছিন্ন করতে জয়ী হওয়ার তিন মাসের মধ্যে ‘সবার ঢাকা’ নামে মোবাইল অ্যাপ চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম।

শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নির্বাচনী প্রচার চালানোর সময় তিনি এ প্রতিশ্রুতি দেন।

আতিকুল ইসলাম, ‘আমরা একটি স্মার্ট ঢাকা সিটি করতে চাই। সে জন্য নাগরিকদের জন্য একটি অ্যাপস করব। ইনশাআল্লাহ যদি জয়যুক্ত হই, সে অ্যাপসটির নাম হবে ‘সবার ঢাকা’ অ্যাপস। এতে সবাই সমস্যা নিয়ে অভিযোগ করতে পারবেন।

এই অ্যাপসের মাধ্যমে মোবাইল ফোনে সব নাগরিক সুবিধা পাবেন উত্তর সিটির নাগরিকরা। আর অ্যাপটির তত্ত্বাবধান নিজেই করবেন বলেও জানান এ মেয়রপ্রার্থী।

৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ করা হবে। এবারই প্রথম ঢাকা সিটির সব কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হবে। এই নির্বাচনে আওয়ামী লীগের আতিকুলের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ১৮,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর