thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

মৌলভীবাজারে চা বাগানে পাঁচজনকে কুপিয়ে হত্যা

২০২০ জানুয়ারি ১৯ ১১:২৫:২৪
মৌলভীবাজারে চা বাগানে পাঁচজনকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাতল চা বাগানে একই পরিবারের পাঁচ জনকে হত্যা করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক এ তথ্য নিশ্চিত করেন। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

এদিকে, পাল্লাতল চা বাগানের ম্যানেজার এবিএম মাহবুবুর রহমানও পাঁচ জন খুনের ঘটনার তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানান ম্যানেজার মাহবুবুর রহমান।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ১৯,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর