thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

বঙ্গবন্ধু সেতু‌তে দুর্ঘটনায় নিহত ২, তীব্র যানজট

২০২০ জানুয়ারি ২২ ১২:৪৮:২৮
বঙ্গবন্ধু সেতু‌তে দুর্ঘটনায় নিহত ২, তীব্র যানজট

টাঙ্গাইল প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা সংলগ্ন সেতুর ভায়াডাক্টে দুই বা‌সের সংঘ‌র্ষে একজন এবং দিবাগত রাত ৩টায় ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের কা‌লিহাতী উপ‌জেলার জোকারচর এলাকায় বাস-ট্রা‌কের সংঘ‌র্ষে একজন নিহত হন।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ৭টার দি‌কে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া সকা‌লে বঙ্গবন্ধু সেতু ওপর ১৭ নম্বর পিলা‌রের কা‌ছে ঢাকাগামী লে‌নে দুই‌টি ট্রা‌কের সংঘর্ষ বাঁ‌ধে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত হেলপার ইমন হোসেন ভূঞাপুর উপজেলার কুকাদাইর গ্রামের শাহাদত হোসেনের ছেলে। ত‌বে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে নিহত দুইজন বা‌সের হেলপার ছিলেন।

পৃথক তিন‌টি ঘটনায় অন্তত ২০জন আহত হ‌য়ে‌ছেন। আহত‌দের টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতাল ও সিরাজগ‌ঞ্জ জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ‌দি‌কে পৃথক তিন‌টি দুর্ঘটনার ফ‌লে বঙ্গবন্ধু সেতু উভয়পাড়সহ মহাসড়‌কে তীব্র যানজটের সৃ‌ষ্টি হয়। এ‌তে বঙ্গবন্ধু সেতুপূর্ব হ‌তে টাঙ্গাই‌লের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২৭ কি‌লো‌মিটার যানজট দেখা দেয়। ত‌বে দুর্ঘটনা কব‌লিত প‌রিবহনগু‌লো সরানোর পর সকাল ৯টার পর যানবাহন ধীরগ‌তি‌তে চলাচল কর‌ছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অ‌ফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান ব‌লেন, সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব ভায়াডাক্ট অং‌শে ঢাকাগামী দুই‌টি বা‌সের সংঘর্ষ হয়। এ‌তে এক‌টি বা‌সের হেলপার মারা যান। আহত হয় ১০জন। এছাড়া দিবাগত রাত ৩টার দিকে কা‌লিহাতী উপ‌জেলার জোকারচর এলাকায় বাস ও ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে বা‌সের হেলপার নিহত হন। আহত হন আ‌রো ২জন ত‌বে নিহত‌দের প‌রিচয় জানা যায়‌নি। এছাড়া সকা‌লের দি‌কে বঙ্গবন্ধু সেতু ওপর ১৭নম্বর পিলা‌রের কা‌ছে দুইটি ট্রাকের সংঘ‌র্ষে ২জন আহত হন। দুর্ঘটনার পর প‌রিবহনগু‌লো সড়ক থে‌কে স‌রি‌য়ে দেয়া হ‌য়ে‌ছে। ও‌সি ‌তি‌নি আ‌রো জানান, সকা‌লে ঘন কুয়াশার কার‌নে বঙ্গবন্ধু সেতুর উপর পৃথক এই দুর্ঘটনাগু‌লো সংগ‌ঠিত হয়।

এ‌লেঙ্গা হাইও‌য়ে পু‌লি‌শের ইনচার্জ কামাল হো‌সেন ব‌লেন, বঙ্গবন্ধু সেতু‌র উপর দুর্ঘটনার ফ‌লে মহাসড়‌কে যানজটের সৃ‌ষ্টি হয়। ত‌বে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়‌কে গা‌ড়ির চাপ ক‌মে গি‌য়ে ধীরগ‌তি‌তে চলাচল কর‌ছে যানবাহন।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২২,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর