thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

চবি শাটল ট্রেন বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ

২০২০ জানুয়ারি ২৩ ১১:০৬:০০
চবি শাটল ট্রেন বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ

চবি প্রতিনিধি: দুই গ্রুপের মারামারির জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে ছাত্রলীগের একাংশ।

বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন বিজয় গ্রুপের নেতাকর্মীরা নগরীর ষোলশহর স্টেশনে অবস্থান নিয়ে শাটল ট্রেন চলাচল বন্ধ করে দেয়।

এর আগে বুধবার বিজয় গ্রুপের নেতার ওপর হামলার অভিযোগ তুলে সিএফসি গ্রুপের নেতা রেজাউল হক শামিমকে গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয়ে অবরোধের ডাক দেয়।

ছাত্রলীগের বিজয় গ্রুপের নেতা ও চবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস জানান, আমাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয়ে অবরোধের ডাক দেয়া হয়েছে। অবরোধ কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে চট্টগ্রাম নগরী থেকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলাচলকারী শাটল ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠক সিএফসি গ্রুপ ও বিজয় গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনার জের ধরে মারামারির ঘটনা ঘটে। দুই পক্ষের পাল্টাপাল্টি হালায় কমপক্ষে তিনজন আহত হন

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২৩,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর